ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন ২ ডেস্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i140384-ইসরাইল_সংশ্লিষ্ট_জাহাজ_এবং_মার্কিন_২_ডেস্ট্রয়ারে_হামলা_চালালো_ইয়েমেন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০২৪ ১৫:০৬ Asia/Dhaka
  • ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন ২ ডেস্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (বুধবার) এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। 

জেনারেল সারি বলেন, ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস ল্যাসেনের ওপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলায় অংশ নেয়। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত ১০ মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বরে জানান জেনারেল সারি।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।