ধর্ষণ-খুনে বিচারের দাবিতে
আরজি কর হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল
ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে জুনিয়ার ও সিনিয়র চিকিৎসকরা মিছিল করেছেন।
আজ (বুধবার)আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা মিছিল করে স্বাস্থ্যভবনে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে। চিকিৎসকদের একটি প্রতিনিধিদল সেখানে কর্মকর্তা ও পুলিশের সাথে বৈঠক করেছেন।

এদিকে, গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আর জি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই নির্দেশের পর আজ বুধবার সকাল নটায় হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী হাজির হয়। এরইমধ্যের হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেছেন সিআইএসএফের ডিআইজি। পরে সাংবাদিরদের জানান, কাজ শেষ হলে বিস্তারিত তথ্য দেবেন।
অন্যদিকে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পালের পদত্যাগের দাবি উঠেছে। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নতুন অধ্যক্ষ আরজি কর হাসপাতালে তার কর্মক্ষেত্রে আসছেন না, তিনি স্বাস্থ্যভবন থেকেই তার কর্মকান্ড পরিচালনা করছেন।

এছাড়া, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। অধ্যক্ষের সাবেক ডেপুটি সুপার আখতার আলি আজ হাইকোর্টে মামলাটি দায়ের করে ইডি তদন্তের দাবি জানিয়েছেন।
পার্সটুডে/জিএআর/২১