ইসরাইলি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্তভাবে বিজয়ী হবে ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/event-i140966-ইসরাইলি_স্বৈরাচারের_বিরুদ্ধে_লড়াইয়ে_চূড়ান্তভাবে_বিজয়ী_হবে_ফিলিস্তিন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্তভাবে বিজয়ী হবে ফিলিস্তিন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে।

আজ (রোববার) আরবাইন উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। নাসের কানয়ানি বলেন,  ইসরাইলি আগ্রাসনে শহীদ নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ​​অবশেষে ফিলিস্তিনি জাতিকে দখলদারদের বিরুদ্ধে বিজয়ী করবে। আরবাইন হলো শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম ও রাসূল (স) এর প্রাণপ্রিয় নাতি হযরত ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীর ৪০তম দিন। কুখ্যাত অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম হোসাইন (আ) কারবালার প্রান্তরে শাহাদাতবরণ করেন তবে কালের পরিক্রমায় সত্যপন্থীরা ইমাম হোসাইনকেই নেতা হিসেবে গ্রহণ করেছেন এবং তার আদর্শ অনুসরণ করেন।

কানয়ানি তার পোস্টে আরো বলেন, আরবাইনের পেছনের মহান শিক্ষা হলো ন্যায়ের পথে চলা এবং নির্যাতিত মানুষকে সমর্থন করা। আরেকটি শিক্ষা হলো অত্যাচারী শাসকদের কার্যকরভাবে প্রত্যাখ্যান যারা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫