রাফাহ ক্রসিং পয়েন্টের পরিচালনা ব্যবস্থা মেনে নেবে না প্রতিরোধ যোদ্ধারা
আমেরিকা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে: ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল-হেন্দি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আমেরিকার নেই। ইসলামি জিহাদ আন্দোলনের এ নেতা আরো বলেছেন, কোনও পক্ষই তাদের ইচ্ছেমতো রাফাহ ক্রসিং পয়েন্ট পরিচালনার পদ্ধতি ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং এ অঞ্চলের অধিবাসীদের জীবন যাপন ও তাদের তৎপরতা নিয়ন্ত্রণের অজুহাতে গাজা উপত্যকার অন্যসব ক্রসিং পয়েন্টের ওপরও নিয়ন্ত্রণ নেয়ার কোনো অধিকারও ইসরাইলের নেই।
এদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা বাসেম নাঈমও কায়রোয় চলমান আলোচনায় অংশ না নেয়ার কথা উল্লেখ করে বলেছেন, গত জুলাইয়ের আলোচনায় সম্পাদিত চুক্তিগুলো বাস্তবায়ন করতে তারা প্রস্তুত রয়েছে।
হামাস নেতা আরো বলেছেন, ওয়াশিংটন ফিলিস্তনের প্রতিরোধ যোদ্ধাদের উপর প্রচারণাগত ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যেমনটি, ইসরাইলের অপরাধগুলো ধামাচাপা দেওয়ার জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির সম্প্রতি বিভিন্ন বক্তৃতার কথা উল্লেখ করেন তিনি।
হামাসের এই সিনিয়র সদস্য জোর দিয়ে বলেছেন, গত ২ জুলাই প্রস্তাবিত পরিকল্পনায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে নতুন শর্ত যুক্ত করেছে, প্রতিরোধ যোদ্ধারা তা কখনোই মেনে নেবে না।
সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময়ের ব্যাপারে ইসরাইলি কর্মকর্তাদের সাথে হামাস নেতাদের নেতাদের যে বৈঠক হয়েছে তা সম্পূর্ণ হয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন