পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মন্তব্য
'চূড়ান্ত বিজয়' ফিলিস্তিনিদের; শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকবে ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের এগারো মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন "চূড়ান্ত বিজয়" ফিলিস্তিনি জনগণেরই হবে।
আজ (বুধবার) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ প্রধান প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে ফোনালাপের সময় শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন।
তিনি বলেন, "বর্তমান ইরানি প্রশাসন নিপীড়িত ফিলিস্তিনি জাতির জন্য তার পূর্বসূরীদের সমর্থনের নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে।" তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান "শেষ পর্যন্ত" ফিলিস্তিনিদের পাশে থাকবে।
তিনি বলেন, উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাব্য যেকোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে যার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮