চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর তড়িঘড়ি দিল্লির পথে রাজ্যপাল
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষসহ অন্যান্য নেতাদের সাথে বৈঠকের পরই রাজ্যপাল আনন্দ বোস তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজ্যের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা প্রায় দুঘন্টা ধরে বৈঠক করেন। সেখানে আর জি করের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আহ্বান জানিয়েছেন।
আর ঐ বৈঠকের পরই রাজ্যপাল দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে। সূত্রের খবর, আর জি কর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে তলব করেছেন।
উল্লেখ্য, আর জি করের ঘটনায় সুবিচারের দাবিতে আম জনতা প্রতিবাদ বিক্ষোভ করছে।
এদিকে, গতকাল বুধবারও টিএমসি’র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান থেকে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক চলছে।
গতকাল মেয়ো রোডের সভা থেকে আরজি কর প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।’’ মমতা বন্দোপাধ্যায়ের ঐ বক্তব্য উদ্ধৃত করে বিজেপি নেতা সুকান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন। সুকান্ত বলেন, এর মাধ্যমে মুখ্যমন্ত্রী বদলার রাজনীতিকেই প্রশ্রয় দিচ্ছেন।’’ তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই চিঠির পরিপ্রেক্ষিতেই রাজ্যপালকে তলব করেছেন অমিত শাহ।#
পার্সটুডে/জিএআর/ জিএআর/২৯