আল-খলিলের কাছে পাল্টা গুলিতে তিন ইসরাইলি পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/event-i141208-আল_খলিলের_কাছে_পাল্টা_গুলিতে_তিন_ইসরাইলি_পুলিশ_নিহত
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত তিন ইসরাইলি পুলিশ নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • আল-খলিলের কাছে পাল্টা গুলিতে তিন ইসরাইলি পুলিশ নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত তিন ইসরাইলি পুলিশ নিহত হয়েছে।

আজ (রোববার) সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয়জন পরে হাসপাতালে মারা যায়।

ইসরাইলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৩৫ নং রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দখলদার বাহিনী বন্দুকধারীদের তাড়া করে।

ইসরাইলি মিডিয়ার তথ্য মতে, বন্দুকধারীরা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই গাড়িতে গুলি চালায় এবং তারা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে চলে যায়।

অধিকৃত ভূখণ্ডে চলমান ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের কারণে পশ্চিম তীরে যখন উত্তেজনা তুঙ্গে তখন এই তিন পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটলো।

গত বুধবার ভোর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে "গ্রীষ্মকালীন অভিযান" নামে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে। চারদিনের টানা আগ্রাসনে অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।