প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জাতির পাশে থাকার ঘোষণা দিলেন পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i141302-প্রতিরোধ_সংগ্রামে_ফিলিস্তিনি_জাতির_পাশে_থাকার_ঘোষণা_দিলেন_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতিকে সর্বোতভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৪:২৩ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতিকে সর্বোতভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি মঙ্গলবার ইরানের সেমনান প্রদেশের দামকান বিশ্ববিদ্যালয়ে প্রবাসী মুজাহিদদের বিষয়ে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো এক বাণীতে এ প্রত্যয় জানান। 

বাণীতে তিনি বলেন, “আমার সরকার দায়িত্ব গ্রহণ করার প্রথম দিন থেকেই আমি ফিলিস্তিনি জনগণসহ সারাবিশ্বের সকল নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি আমার অবিচল সহযোগিতার কথা ঘোষণা করেছি। সকল ক্ষেত্রে তাদের অধিকার রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার এ বক্তব্যের মাধ্যমে প্রায় অর্ধশতাব্দি ধরে চলে আসা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি-অবস্থানের প্রতি সমর্থন ঘোষণা করলেন যেখানে বিশ্বব্যাপী ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অবিরাম পৃষ্ঠপোষকতা প্রদানের কথা বলা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বিচক্ষণ নেতৃত্বে অতীত সরকারগুলোর মতো তার সরকারও এক্ষেত্রে পূর্ণ শক্তিমত্তা নিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।

মাসুদ পেজেশকিয়ান ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে একজন বিশিষ্ট কূটনীতিক এবং প্রতিরোধ কূটনীতির সত্যিকারের মূর্ত প্রতীক হিসেবে প্রশংসা করেন। গত মে মাসে ইরানের উত্তরাঞ্চলে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ান নিহত যান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪