ড্রোন ও রকেট দিয়ে ইসরাইলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ 
(last modified Fri, 06 Sep 2024 12:44:16 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৮:৪৪ Asia/Dhaka
  • ড্রোন ও রকেট দিয়ে ইসরাইলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন ও রকেটের সাহায্যে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন এবং বিএম-২১ গ্রাদ রকেট দিয়ে ইসরাইলের রামতালি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের আল-সাহল ব্যাটালিয়নের সদর দপ্তরেও ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ারা ব্যারাকের দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড থ্রি হান্ড্রেড সদর দপ্তরেও হামলা চালায় হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, এই হামলার মধ্য দিয়ে ইসরাইলের এসব অপরাধের জবাব দেয়া হয়েছে। 

এদিকে, তাইহাত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা একঝাক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরাইলের আল-মালিকিয়া ঘাঁটিতেও গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬