সেনা কমান্ডারদের সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভাষণ
প্রতিরক্ষা শক্তি দুর্বল থাকলে ইরানেও গাজার মতো নৃশংসতা চালানো হতো
-
মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের প্রতিরক্ষা সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বহিঃশত্রুর হুমকির মোকাবিলায় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে।
তিনি শনিবার তেহরানে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান পাশবিকতার ব্যাপারে মানবাধিকারের কথিত রক্ষকদের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ইরান যদি তার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী না করত তাহলে গাজায় যে অপরাধযজ্ঞ চলছে তা ইরানি জনগণের বিরুদ্ধে চালানো হতো। এই সক্ষমতা তৈরি করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাবে।
ইরানের প্রেসিডেন্ট দেশের সেনাবাহিনীর সমন্বিত গঠনকাঠামোরও ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অন্যান্য সেক্টরেও সেনাবাহিনীর গঠনকাঠামোকে আদর্শ হিসেবে কাজে লাগানো যায়।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৮