মস্কোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ইইউর অভিযোগের নিন্দা জানালো ইরান
(last modified Sat, 14 Sep 2024 07:56:54 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১৩:৫৬ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইউক্রেন যুদ্ধে জড়িত থাকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের তীব্র নিন্দা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইউক্রেন সংঘাতে ইরানের হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির বক্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাশিয়ার কাছে ইরানি ক্ষেপণাস্ত্র বিক্রির যেকোন দাবি ভিত্তিহীন।

কানয়ানি বলেন আমি আবারো স্পষ্টভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করছে এমন যেকোন দাবি মিথ্যা। এ ধরনের ধ্বংসাত্মক মন্তব্য ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সতর্ক করেন নাসের কানয়ানি। 

ইরানি মুখপাত্র বলেন, "মিথ্যা তথ্যের ভিত্তিতে অভিযোগ এড়ানোর জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নকে সুপারিশ করি। তিনি এই ইস্যুতে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হুমকির কথাও তুলে ধরেন। কানানি বলেন, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ সমাধানের পরিবর্তে সমস্যা তৈরি করে, কারণ ইউরোপের পদক্ষেপ পাল্টা ব্যবস্থা নিতে ইরানকে বাধ্য করবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪