অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক
https://parstoday.ir/bn/news/event-i141684-অবৈধভাবে_ভারতে_যাওয়ার_সময়_সাংবাদিক_মোজাম্মেল_বাবু_ও_শ্যামল_দত্ত_আটক
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ স্থানীয়দের হাতে আটক চার জন পুলিশ হেফাজতে রয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১১:০০ Asia/Dhaka
  • অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ স্থানীয়দের হাতে আটক চার জন পুলিশ হেফাজতে রয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া।

তিনি বলেন, আজ সোমবার সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দেয়।

আটক অপর দুজন হলেন—একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।

ওসি বলেন, তাদের চার জন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে আটক হন। বর্তমানে তারা থানায় পুলিশ হেফাজতে আছেন।

তিনি আরও বলেন, 'তারা সবাই সুস্থ আছেন। থানায় এসপি স্যার, সার্কেল এসপি স্যার এসেছেন। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'#

পার্সটুডে/জিএআর/১৬