পেজার বিস্ফোরণে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আটকাদেশ জারি
(last modified Fri, 27 Sep 2024 09:58:37 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৫:৫৮ Asia/Dhaka
  • রিনসন জোশি
    রিনসন জোশি

লেবাননে বিস্ফোরক পাতিয়ে রাখা পেজার সরবরাহ করার ঘটনায় জড়িত এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নরওয়ের পুলিশ।

সাম্প্রতিক সময়ে লেবাননের হিজবুল্লাহর কাছে তাইওয়ানি কোম্পানির নাম ব্যবহার করে পেজার বিক্রি করেছিল বুলগেরিয়ার একটি টেক কনসালট্যান্ট কোম্পানি। ওই কোম্পানির ভারতীয় বংশোদ্ভূত নরওয়ের মালিক রিনসন জোশির বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৩৯ ব্যক্তি নিহত ও হাজার হাজার মানুষ আহত হওয়ার পর ১৮ সেপ্টেম্বর লাপাত্তা হয়ে যায় যোশি।

ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো যোশির আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছে যে, যোশি বুলগেরিয়ায় একটি কোম্পানি খুলেছে। ভারতের কেরালায় জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা যোশি ২০১৪ সালে অসলোর মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য নরওয়ে যায়। পড়াশুনার পাশাপাশি সে নরওয়ের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। পরবর্তীতে সে বুলগেরিয়ায় নিজেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করে।

নরওয়েতে যোশি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছে সেরকম একটি প্রতিষ্ঠানের মালিক জানিয়েছেন, গত ১৭ সেপ্টেম্বর জোশি আমেরিকার বোস্টনে একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যায়। এর পরদিন ১৮ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি আর যোশি কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না।

অসলো পুলিশ গতকাল (বৃহস্পতিবার) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পেজার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর তারা ওই ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ