একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের খবর নিশ্চিত করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i142080-একজন_সিনিয়র_কমান্ডারের_শাহাদাতের_খবর_নিশ্চিত_করল_হিজবুল্লাহ
লেবানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি হামলায় তাদের একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের খবর নিশ্চিত করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৬:৪৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ হুসেইন সুরুর
    মোহাম্মাদ হুসেইন সুরুর

লেবানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি হামলায় তাদের একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের খবর নিশ্চিত করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিশ্বাসঘাতকদের সহযোগিতায় এক ইসরাইলি হত্যা মিশনে সিনিয়র কমান্ডার মোহাম্মাদ হুসেইন সুরুর (হাজি আবু সালেহ) শহীদ হয়েছেন।  তিনি আল-কুদস মুক্ত করার সংগ্রামে নিয়োজিত ছিলেন।”

ইহুদিবাদী ইসরাইল গত কয়েকদিন ধরে হিজবুল্লাহর কমান্ডারদের লক্ষ্য করে যে হত্যা মিশন চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ শিকার হলেন ৫১ বছর বয়সি সুরুর।

এর আগে ইসরাইলি আগ্রাসী বাহিনী এক বিবৃতিতে দাবি করে, তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে ‘হামলা চালিয়ে তাকে খতম’ করেছে।

দক্ষিণ বৈরুতের অতি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে চারবার হামলা চালাল দখলদার ইসরাইল।

লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ বৈরুতের একটি ১০ তলা ভবনের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি যুদ্ধবিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় দু’জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গণিতে উচ্চ শিক্ষা অর্জনকারী সুরুর ১৯৮৬ সালে এই সংগঠনে যোগ দিয়েছিলেন। তিনি ইসরাইলের বিরুদ্ধে বহু অভিযানে অংশ নেন। এছাড়া, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সুরুর প্রত্যক্ষ অংশগ্রহণ করেন। ২০২০ সালে তাকে হিজবুল্লাহর বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছিল এবং শাহাদাতের আগ পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭