ইহুদিবাদীদের অপরাধ তদন্তে কার্যকর মানবাধিকার সংস্থা গঠন করা জরুরি: খতিব
https://parstoday.ir/bn/news/event-i142084-ইহুদিবাদীদের_অপরাধ_তদন্তে_কার্যকর_মানবাধিকার_সংস্থা_গঠন_করা_জরুরি_খতিব
পার্সটুডে-তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলিদের অপরাধ তদন্তের জন্য একটি বাস্তব ও কার্যকর মানবাধিকার সংস্থা গঠন করা জরুরি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৮:২৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

পার্সটুডে-তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলিদের অপরাধ তদন্তের জন্য একটি বাস্তব ও কার্যকর মানবাধিকার সংস্থা গঠন করা জরুরি।

পার্সটুডে আরও জানিয়েছে, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেছেন: এক বছর ধরে ইহুদিবাদীরা বিশ্ববাসীর চোখের সামনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনীকে তারা শহীদ করেছে। অথচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিন্দা জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয় নি। তাই বিশ্ব মানবতার উচিত একটি সত্যিকারের মানবাধিকার সংস্থা নিয়ে চিন্তা করা। তারা বিভিন্ন সরকারের সংগঠন, জনগণের সংগঠন নয় বলেও মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম।

খতিব আরও বলেন: গাজা ও লেবাননে ইহুদিবাদীদের অপরাধের সাথে অনেকেই জড়িত। আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড এবং এমন কিছু প্রতিবেশী দেশ যারা এখনও ওই দখলদার গোষ্ঠির সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে নি-তারাও ইসরাইলি অপরাধযজ্ঞের জন্য দায়ী।

জনাব খাতামি আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্রের অভিমত হলো, বিশ্বের সকল ফিলিস্তিনি একবাক্যে বলছে ইসরাইলকে তারা অবৈধ বলে প্রত্যাখ্যান করছে। তাদের বক্তব্য হলো: আমরা জানি, তারা দখলদার এবং অবৈধ। তাদেরকে অবশ্যই যেতে হবে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ইসরাইলিদের অপরাধযজ্ঞের নিন্দায় ইরানী জাতির ঐক্যে আনন্দ প্রকাশ করে বলেন: আজ পবিত্র ক্রোধের দিনে জুমার নামাজের পর সমস্ত ইরান এক কণ্ঠে শ্লোগান তুলবে: আমেরিকা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে, আমেরিকার একেবারে প্রাণকেন্দ্রে দেওয়া বক্তব্যে ইসরাইলের নিপাত চেয়ে বক্তব্য দিয়েছেন।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।