কাতার গেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান কাতার সফরে গেছেন। সেখানে তিনি কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি এশিয়ান কো-অপারেশন ডায়ালগ ফোরামের ১৯তম বৈঠকে অংশ নেবেন।
আজ বুধবার বিকেলে কাতারের উদ্দেশ্যে রওনা হন প্রেসিডেন্ট। দোহা বিমান বন্দরে দেশটির পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
কাতারের আমির আজ রাতেই তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েকটি চুক্তি সই হবে। চুক্তি সই অনুষ্ঠানে কাতারের আমির ও ইরানের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।
ইরানের প্রেসিডেন্ট এশিয়ান কো-অপারেশন ডায়ালগ ফোরামের (এসিডি) ১৯তম বৈঠকে ভাষণ দেবেন। এছাড়া এই ফোরামে অংশগ্রহণকারী কয়েকটি দেশের প্রধানের সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।