‘তেহরান-তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না’
https://parstoday.ir/bn/news/event-i142306-তেহরান_তেল_আবিব_উত্তেজনায়_আপনারা_জড়িত_হবেন_না’
ইহুদিবাদী ইসরাইলের সমর্থক ও মিত্রদের হুঁশিয়ার করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এ সংঘাত থেকে সবাই দূরে থাকুন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২৪ ১৫:০৬ Asia/Dhaka
  • ‘তেহরান-তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না’

ইহুদিবাদী ইসরাইলের সমর্থক ও মিত্রদের হুঁশিয়ার করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এ সংঘাত থেকে সবাই দূরে থাকুন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরাইলের পশ্চিমা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি মূলত এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। 

আমেরিকার কয়েকটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরাভানি বলেন, “আগ্রসীদের জন্যই শুধুমাত্র আমাদের জবাব। যদি কোনো দেশ আগ্রাসীদেরকে সাহায্য করে তাহলে সেই দেশকে এই অপরাধযজ্ঞের অংশীদার বলে গণ্য করা হবে এবং তারাও আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে।”

ইরাভানি আরো বলেন, “আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন ইরান ইসরাইলের মধ্যকার এই সংঘাতে জড়িয়ে না পড়ে বরং তারা যেন যুদ্ধ থেকে দূরে থাকে।”

গত মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকা লক্ষ্য করে কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪