‘আল-আকসা স্টর্ম ছিল আধুনিককালের সবচেয়ে পেশাদার কমান্ডো অভিযান’
https://parstoday.ir/bn/news/event-i142462
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, গত বছরের ৭ অক্টোবর অপারেশন আল-আকসা স্টর্মের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের একটি বড় হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছিল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৮, ২০২৪ ১৭:২৮ Asia/Dhaka
  • ‘আল-আকসা স্টর্ম ছিল আধুনিককালের সবচেয়ে পেশাদার কমান্ডো অভিযান’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, গত বছরের ৭ অক্টোবর অপারেশন আল-আকসা স্টর্মের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের একটি বড় হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছিল।

বৃহৎ ও বহুমুখী ওই অভিযানের প্রথম বার্ষিকীতে একটি টেলিভিশন বক্তৃতায় আবু ওবাইদা একথা বলেন। তিনি আল-আকসা স্টর্মকে আধুনিক সময়ের সবচেয়ে পেশাদার কমান্ডো অভিযান বলে বর্ণনা করেন।

আবু ওবাইদা বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর লাগাতার আগ্রাসন এবং আল-আকসা মসজিদের অপবিত্রতার পরিপ্রেক্ষিতে এই অপারেশন চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা এক বছর ধরে অপরাধী শত্রুর সাথে অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র প্রতিশ্রুতি দেন যে, “প্রতিরোধকামী সংগঠনটি "দীর্ঘ এই ক্ষয়ক্ষতির যুদ্ধ" অব্যাহত রাখবে। আমরা যুদ্ধ চালিয়ে যেতে বেছে নিয়েছি দীর্ঘস্থায়ী যুদ্ধ যা শত্রুর জন্য বেদনাদায়ক এবং ব্যয়বহুল।"

আবু ওবাইদা বলেন, "লেবানন, ইরাক ও ইয়েমেন থেকে ড্রোনগুলো ইসরাইলের আকাশে উড়ছে, শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে আঘাত করছে এবং ইহুদিবাদী শত্রুর নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক সক্ষমতা নষ্ট হচ্ছে। এসব হামলা দখলদার শত্রুদের শক্তির ভারসাম্য নষ্ট করছে এবং এতে তাদের ব্যাপক অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে।” 

কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, গাজার প্রতি ইঞ্চি ভূমিতে প্রতিরোধ যোদ্ধারা তাদের বীরত্বপূর্ণ দৃঢ়তা অব্যাহত রেখেছে এবং ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

আবু ওবাইদা আরো বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের শহীদ ফিলিস্তিনি সংঘটনগুলোকে ভীত করবে না বরং ইহুদিবাদী শত্রুর আনন্দ ক্ষণস্থায়ী হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৮