গাজার পরিস্থিতি বিপর্যয়কর, অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
https://parstoday.ir/bn/news/event-i143104-গাজার_পরিস্থিতি_বিপর্যয়কর_অবিলম্বে_যুদ্ধবিরতি_প্রয়োজন_বিশ্ব_স্বাস্থ্য_সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র প্রধান টেডরোস আধানম অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, “উত্তর গাজার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২৪ ১০:১১ Asia/Dhaka
  • গাজার পরিস্থিতি বিপর্যয়কর, অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র প্রধান টেডরোস আধানম অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, “উত্তর গাজার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর।”

জাতিসংঘের এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, “চিকিৎসা সামগ্রীর ভয়াবহ ঘাটতি এবং এসব সরবরাহ করার পথ অবরুদ্ধ থাকার কারণে মৃত্যুমুখী মানুষগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে না।”

ইসরাইলি সেনারা গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজা অবরুদ্ধ করে সেখানকার হাসপাতালগুলোতে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। আধানমের বক্তব্যে সরাসরি ইসরাইলের কথা উল্লেখ করা হয়নি।

তার এক্স পোস্টে আরো বলা হয়, “গাজার পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বছরের বেশি সময় ধরে হামলা চালানো হচ্ছে।” ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধের কথা উল্লেখ করে তিনি একথা বলেন।

হু’র মহাপরিচালক যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, উত্তর গাজার হাসপাতালগুলোতে হামলা চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে।

টেডরোস আধানম উত্তর গাজার হাসপাতালগুলোকে আবার পুরোদমে কাজ শুরু করতে দেয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “গাজার পতনোন্মুখ স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮