আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের ফাঁসি কার্যকর করল ইরান
(last modified Tue, 29 Oct 2024 04:15:26 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের ফাঁসি কার্যকর করল ইরান

আমেরিকা-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের ফাঁসি কার্যকর করেছে ইরান। তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা ‘মিজান’ এ তথ্য জানিয়েছে।

ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে তোন্দার নামক সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে ইরানে বেশ কয়েকটি নাশকতামূলক তৎপরতা চালিয়েছিল এটির রিংলিডার জামশিদ শারমাহদ। তাকে গত বছর মৃত্যুদণ্ড দিয়েছিল ইরানের একটি আদালত। তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানের শত শত মানুষকে হতাহত করার অপরাধে সোমবার সকালে শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জামশিদ শারমাহদ জার্মানির নাগরিকত্ব গ্রহণ করলেও বিগত বহু বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিল। তার নির্দেশ ও পরিকল্পনায় ইরানে বিগত বছরগুলো বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়।

এসব হামলার মধ্যে ২০০৮ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর একটি ধর্মীয় অনুষ্ঠানে চালানো হামলাটি ছিল অন্যতম। ওই অনুষ্ঠানে তোন্দার সন্ত্রাসীদের হামলায় পাঁচ নারী ও এক শিশুসহ ১৪ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ২০২০ সালের আগস্ট মাসে জামশিদ শারমাহদকে আটক করার কথা ঘোষণা করে। তাকে ইরানের বাইরে থেকে আটক করে ইরানে নিয়ে আসা হয়। ৬৮ বছর বয়সি এই সন্ত্রাসী নেতার বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গোয়েন্দাবৃত্তির কাজে আমেরিকাকে সহযোগিতা করার অভিযোগও প্রমাণিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ