নির্বাচন কমিশন গঠনে 'সার্চ কমিটি'র প্রজ্ঞাপন জারি: সভাপতি বিচারপতি জুবায়ের চৌধুরী
(last modified Thu, 31 Oct 2024 08:27:41 GMT )
অক্টোবর ৩১, ২০২৪ ১৪:২৭ Asia/Dhaka
  • নির্বাচন কমিশন গঠনে 'সার্চ কমিটি'র প্রজ্ঞাপন জারি: সভাপতি বিচারপতি জুবায়ের চৌধুরী

বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে বলা হয়, “অনুসন্ধান কমিটি 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।”

"প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য নির্বাচন কমিশনার নিয়োগ’ আইন, অনুযায়ী সার্চ কমিটি যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে। আইনে বেধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেবে এই কমিটি।সেই তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তাদের মেয়াদ হবে পাঁচ বছর।"

সম্প্রতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

গত মঙ্গলবার সচিবালয়ের তিনি সাংবাদিকদের বলেন, “এবার আমরা ভুয়া নির্বাচন করব না। একটা অসাধারণ সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করব।"#

পার্সটুডে/এমএআর/৩১

ট্যাগ