খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল
https://parstoday.ir/bn/news/event-i143240-খালেদা_জিয়ার_বিরুদ্ধে_আরেক_মামলার_কার্যক্রম_বাতিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২৪ ১৭:১২ Asia/Dhaka
  • খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

মামলার কার্যক্রম বাতিল চেয়ে খালেদা জিয়ার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (বৃহস্পতিবার) রুল চূড়ান্ত (অ্যাবসলিউট) ঘোষণা করে এ রায় দেন।

এ নিয়ে এক দিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১২টি মামলার কার্যক্রম উচ্চ আদালতে বাতিল হলো।

এর আগে গতকাল বুধবার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ১টি, নাশকতার অভিযোগে ১০টিসহ ১১টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এদিকে বেসরকারি একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে করা এক মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে আজ রায় দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে আবদুস সালামের করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়। এই রায়ের সুবিধা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাবেন বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।

সুবিধা পাবেন তারেকসহ অন্যরা

তারেক রহমান

রাষ্ট্রদ্রোহের ওই মামলায় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। অপর দুজন হলেন একুশে টিভির তৎকালীন (২০১৫) সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী।

এরপর মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করেন আবদুস সালাম। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৬ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে আজ রায় দেওয়া হলো।

রায়ের পর বিএনপির আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘আইনগতভাবে এ মামলা (রাষ্ট্রদ্রোহ) চলতে পারে না। ২০১৫ সালের ৮ জানুয়ারিতে তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়।#

পার্সটুডে/জিএআর/৩১