যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে ইরান: লারিজানি
(last modified Sat, 16 Nov 2024 04:35:17 GMT )
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৩৫ Asia/Dhaka
  • লারিজানি
    লারিজানি

ইরান যেকোনো পরিস্থিতিতে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা ও সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি।

লেবানন সফররত লারিজানি শুক্রবার রাজধানী বৈরুতে দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি বেররির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয় জানান।

সংবাদ সম্মেলনে, ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে লারিজানি বলেন, “আমার মনে হয় আপনি সাধারণ মানুষের ঠাট্টাকে বাস্তবতা হিসেবে ধরে নিয়েছেন। এসব [উদ্ভট] কথা কে বলে?”

এরপর তিনি বলেন, “আমরা যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবো।” ঠিক এই বার্তাটি পৌঁছে দেয়ার জন্যই তিনি বৈরুত সফরে গেছেন বলে জানান লারিজানি।

তিনি বলেন, লেবাননের জনগণ এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানোকে ইরান নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যত দ্রুত সম্ভব লেবানন পরিস্থিতির উন্নতি হবে বলে ইরানের এই কর্মকর্তা আশা প্রকাশ করেন।

গত বছরের অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা  শুরু করে এবং গত মাসের গোড়ার দিক থেকে লেবাননে স্থল আগ্রাসন চালায় দখলদার সেনারা। লেবাননে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩,৩৬০ ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ এবং অন্তত এক লাখ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।#                                       

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।