কাতার থেকে রাজনৈতিক দপ্তর তুরস্কে স্থানান্তরের খবর প্রত্যাখ্যান করল হামাস
(last modified Tue, 19 Nov 2024 03:46:45 GMT )
নভেম্বর ১৯, ২০২৪ ০৯:৪৬ Asia/Dhaka
  • কাতার থেকে রাজনৈতিক দপ্তর তুরস্কে স্থানান্তরের খবর প্রত্যাখ্যান করল হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তর করেছে বলে ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলো যে খবর প্রচার করেছে তাকে ‘মিথ্যা ও প্রমাণ অযোগ্য’ প্রচারণা বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হামাস।

হামাসের একাধিক সূত্র বলেছে, এটি হচ্ছে এমন একটি ‘অসভ্য গুজব যা দখলদার সরকার মাঝেমধ্যেই প্রচার করে বেড়ায়।” ওদিকে আঙ্কারার একটি কূটনৈতিক সূত্র হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবর অস্বীকার করেছে।

সূত্রটি বলেছে, হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্যরা প্রায়ই তুরস্ক সফর করেন। কিন্তু ওই দপ্তরটি তুরস্কে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তা সত্য নয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলি গণমাধ্যমের এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছে। ওই মন্ত্রণালয় বলেছে, হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তর করার খবরে সত্য প্রতিফলিত হয়নি।

সোমবার ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে দাবি করে, হামাসের প্রবাসী নেতাদেরকে গত সপ্তাহে কাতার থেকে বের করে দেয়া হয়েছে এবং তারা তাদের দপ্তর তুরস্কে স্থানান্তর করেছেন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মাদ আল আনসারি তার দেশ থেকে হামাস নেতাদের বহিষ্কারের খবরকে ‘ত্রুটিযুক্ত’ বলে মন্তব্য করেছেন।

২০১২ সাল থেকে হামাসের প্রবাসী নেতারা কাতারের রাজধানী দোহায় অবস্থিত রাজনৈতিক দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে হামাস নেতাদেরকে আশ্রয় দেয়ার কাতারি পদক্ষেপকে ভালো চোখে দেখেনি ইসরাইলের প্রধান সহচর আমেরিকা। মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার জন্য দোহার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।