ড. ইউনূসের বিরুদ্ধে ৬ মামলার কার্যক্রম বাতিলের রায় প্রকাশ
https://parstoday.ir/bn/news/event-i144064-ড._ইউনূসের_বিরুদ্ধে_৬_মামলার_কার্যক্রম_বাতিলের_রায়_প্রকাশ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ছয়টি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২৪ ১৭:০৬ Asia/Dhaka
  • ড. ইউনূসের বিরুদ্ধে ৬ মামলার কার্যক্রম বাতিলের রায় প্রকাশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ছয়টি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ড. ইউনূসের পক্ষ থেকে করা ছয়টি আবেদনের ওপর শুনানি করে গত ২৪ অক্টোবর এসব মামলার কার্যক্রম বাতিলের রায় দিয়েছিলেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আজ(বৃহষ্পতিবার) সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়।

ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করে।

রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী।#

পার্সটুডে/জিএআর/২১