ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া প.এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।
গতকাল (মঙ্গলবার) পর্তুগালের ক্যাসকাইসে জাতিসংঘ জোটের সিভিলাইজেশন গ্লোবাল ফোরামের দশম অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি দখলদারিত্বের অবসানের পাশাপাশি ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার বাস্তবায়ন অপরিহার্য।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ আগ্রাসন ও অপরধযজ্ঞ চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক পরীক্ষার মুখে ফেলেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন তিনি।
ইহুদিবাদী ইসরাইলের উপনিবেশবাদী এবং বর্ণবাদী তৎপরতা থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, কয়েক দশক ধরে ইহুদিবাদী সরকার ফিলিস্তিনি জাতিকে মুছে দেয়ার চেষ্টা করছে এবং গাজার চলমান গণহত্যা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার দীর্ঘ ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।