শহীদদের নিয়ে বই ও সিনেমা কেমন হওয়া উচিত
https://parstoday.ir/bn/news/event-i144368-শহীদদের_নিয়ে_বই_ও_সিনেমা_কেমন_হওয়া_উচিত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদদের সম্পর্কে ভালো মানের বই ও সিনেমা নির্মাণ করতে বলেছেন। এমন বই ও সিনেমা যা সবাইকে আকৃষ্ট করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০২৪ ১৩:৪৬ Asia/Dhaka
  • শহীদদের নিয়ে বই ও সিনেমা কেমন হওয়া উচিত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদদের সম্পর্কে ভালো মানের বই ও সিনেমা নির্মাণ করতে বলেছেন। এমন বই ও সিনেমা যা সবাইকে আকৃষ্ট করতে পারে।

ইরানের ইস্ফাহান প্রদেশের ২৪ হাজার শহীদ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারা গত ১৫ নভেম্বর সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। ঐ সাক্ষাতের সময় সর্বোচ্চ নেতার দেওয়া বক্তব্য গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমি যে পরামর্শ দিয়ে থাকি তাহলো- প্রথমত, আপনারা শহীদদের স্মরণে যে আয়োজন করেন তা এমন ভাবে করুন যাতে তা প্রভাব ফেলে। একটি বই বের করা যথেষ্ট নয়, নামেমাত্র একটি চলচ্চিত্র বানানোও যথেষ্ট নয়; হয়তো কষ্ট করে একটা সিনেমা বানানো হলো, কিন্তু এর দর্শক থাকল না, কেউ দেখল না। যদি সিনেমা ভালো পরিচালকের মাধ্যমে তৈরি করা না হয়, ভালোভাবে প্রযোজনা করা না হয়, যদি ভালো থিম না থাকে, সুন্দর ও চমৎকার না হয়, তাহলে আপনার কঠোর পরিশ্রম ও অর্থ বৃথা হবে, কেউ এই সিনেমা দেখবে না! সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার ও সেরা প্রযোজকের কাছে যান।

তিনি আরও বলেন, দশটি চলচ্চিত্রের পরিবর্তে দুটি চলচ্চিত্র নির্মাণ করুন, যখন দু'টি চলচ্চিত্র প্রদর্শিত হবে তখন সবাই বলবে আবার প্রদর্শিত হোক। এর ফলে আপনি শহীদ হেম্মাতকে পরিচয় করিয়ে দিতে পারবেন, শহীদ জাহেদির সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, শহীদ কাজেমিকে তুলে ধরতে পারবেন, শহীদ খাররাজি ও রাদ্দানিপুর এবং অন্যদের সাথে মানুষকে পরিচয় করিয়ে দিতে পারেন। এমন শহীদের সংখ্যা কম নয়। ইস্ফাহানেই এত বেশি বিশিষ্ট শহীদ রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না। বিষয়টা হলো, প্রভাব রাখতে পারে এমন কাজ করুন। এমনভাবে একটি বই বের করুন যাতে এর একটি সংস্করণ শেষ হওয়ার পরে ক্রেতারা দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ ও এর পরের সংস্করণের জন্য আবেদন জানাতে থাকে। অন্য যেসব কাজ করছেন সেগুলোর ক্ষেত্রেও একই কথা।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।