রক্তপাত বন্ধে জোরালো রাজনৈতিক সংলাপ জরুরি 
(last modified Mon, 02 Dec 2024 05:57:01 GMT )
ডিসেম্বর ০২, ২০২৪ ১১:৫৭ Asia/Dhaka
  • রক্তপাত বন্ধে জোরালো রাজনৈতিক সংলাপ জরুরি 

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পিডারসেন বলেছেন, দেশটির চলমান রক্তপাত এবং বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব বন্ধের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর জোরালো ও আন্তরিক সংলাপ প্রয়োজন। 

গতকাল (রোববার) এক বিবৃতিতে তিনি বলেন, আলেপ্পো প্রদেশে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। 

তিনি বলেন, সিরিয়ায় রক্তপাত বন্ধের জন্য আরব এ দেশটি এবং আন্তর্জাতিক পক্ষগুলোর ভেতরে জরুরিভাবে জোরদার রাজনৈতিক সংলাপ প্রয়োজন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে রাজনৈতিক উপায়ে চলমান সমস্যা সমাধানের কথা বলেন। ২০১৫ সালে সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে এই প্রস্তাব পাস হয়। 

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস এবং তাদের অনুসারী কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী শুক্রবার আলেপ্পো শহরে মারাত্মক হামলা চালায় এবং বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা হামা প্রদেশের দিকে অগ্রসর হয়। এ অবস্থার কথা উল্লেখ করে জাতিসংঘের বিশেষ দূত পিডারসেন বলেন, সাম্প্রতিক ঘটনাবলী সিরিয়ার বেসামরিক জনগণের ওপর মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে। একইভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২