গাজাকে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা ও ইসরাইল 
https://parstoday.ir/bn/news/event-i144572-গাজাকে_নিষিদ্ধ_অস্ত্র_পরীক্ষার_ক্ষেত্র_হিসেবে_ব্যবহার_করছে_আমেরিকা_ও_ইসরাইল
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:২৮ Asia/Dhaka
  • গাজাকে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা ও ইসরাইল 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার)) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ইসরাইলি শত্রুরা আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে যা গাজা উপত্যকা মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুথি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্যদিয়ে আরব ও মুসলিম দেশগুলোর ওপর তাদের নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করছে। 

ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে আব্দুল মালিক আল-হুথি বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয়, ইহুদিবাদী ইসরাইল স্পষ্টত পুরো ফিলিস্তিনি জাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৫৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন এক লাখ ৫ হাজার ৭৩৯ জন। 

এ পরিস্থিতির কথা উল্লেখ করে আনসারুল্লাহ প্রধান বলেন, পবিত্র কুরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ রয়েছে ইহুদিবাদী ইসরাইল সেই সমস্ত স্থাপনার ওপর পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে মারাত্মক আগ্রাসন চালাচ্ছে। তিনি আমেরিকাকে ইহুদিবাদী ইসরাইলের ‘আরেক পিঠ’ বলে উল্লেখ করেন। 

অবরুদ্ধ গাজার ওপর দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে এলেও দখলদার এই শক্তির বিরুদ্ধে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কঠোর নিন্দা জানান আব্দুল মালিক আল-হুথি।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।