ইসমাইল বাকায়ির এক্স পোস্ট
‘আসাদের পতনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর উল্লাস কপটতা ছাড়া কিছু না’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যে উল্লাস প্রকাশ করেছেন তাকে নিতান্তই কপটতা বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঁকায়ি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সরকারের পতনে উল্লাস প্রকাশ করে বলেছেন, বাশার আসাদ সরকারের হাতে দেশের অগণিত সাধারণ মানুষের রক্ত ছিল।
এ সম্পর্কে গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে ইসমাইল বাকায়ি ডেভিড ল্যামিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা অ্যালবানিজ আপনাকে ‘গাজার গণহত্যা অস্বীকারকারী’ বলে অভিহিত করেছিলেন। ইসমাইল বাকায়ি আরো বলেন, শিক্ষায় ল্যামি আইনজীবী কিন্তু পেশায় ইসরাইলের জন্য ক্ষমাপ্রার্থী।” বাকায়ি বলেন, ল্যামির সরকার ফিলিস্তিনিদের "জাতিগত নির্মূল অভিযানে" লাগাতারভাবে জড়িত, সিরিয়ায় রক্তপাত নিয়ে আনন্দ করা তার জন্য মানানসই নয়।

ইসমাইল বাকায়ি প্রশ্ন করেন, “ডেভিড ল্যামি দাবি করেছেন, সিরিয়ার সঙ্কটে ব্রিটেন যে 'চার বিলিয়ন পাউন্ডেরও বেশি' ব্যয় করেছে তার কতটা প্রকৃতপক্ষে সঙ্কট 'সৃষ্টি' এবং 'টেকসই' করতে ব্যবহৃত হয়েছিল?
গত সোমবার হাউজ অফ কমন্সে ল্যামি বলেন, “ব্রিটেনের বর্তমান সরকার সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিল যখন অন্য সরকারগুলো সিরিয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করা শুরু করেছিল। ব্রিটিশ সরকার এই পদক্ষেপ নিয়েছিল কারণ আসাদ হচ্ছেন একজন কসাই এবং তার হাতে অসংখ্য সাধারণ মানুষের রক্ত লেগে রয়েছে।”
এ কথার জবাবে ইসমাইল বাকয়ি বলেন, ব্রিটেনসহ সেইসব অভিনেতাদের হাতে সিরিয়ার সাধারণ মানুষের রক্ত লেগে রয়েছে যারা উগ্র দায়েশ সন্ত্রাসীদের সিরিয়া এবং ইরাকে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইল সরকার তাদেরকে প্রাণঘাতী অস্ত্র দিয়েছে।
এখন সিরিয়ার জনগণের উপর ইহুদিবাদী ইসরাইল প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করছে এবং সেগুলো ব্রিটিশ সরকারই ইসরাইলকে সরবরাহ করেছে বলে মন্তব্য করেন ইসমাইল বাকায়ি।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১২