ইসরাইলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন
https://parstoday.ir/bn/news/event-i144796-ইসরাইলি_সেনা_প্রত্যাহারের_পর_সীমান্ত_শহরে_সেনা_মোতায়েন_করল_লেবানন
ইহুদিবাদী ইসরাইলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৪ ১৯:২৭ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন

ইহুদিবাদী ইসরাইলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়।

বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা খিয়াম শহরের আশপাশের পাঁচটি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে লেবাননী বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের সাথে সমন্বয় করেছে। ইসরাইলি শত্রুসেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকায় সেনা মোতায়েনের এটি প্রথম ধাপ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, "বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্যদিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষায়িত সেনা শহরে "অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে।"

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্যদিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্ত মোতাবেক এসব সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১২