সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে ​​প্রতিরোধের টিউলিপ ফুটবে: তেহরানের জুমার খতিব
https://parstoday.ir/bn/news/event-i144824-সিরিয়ার_মাটিতে_শহীদদের_রক্ত_থেকে_প্রতিরোধের_টিউলিপ_ফুটবে_তেহরানের_জুমার_খতিব
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে ​​প্রতিরোধের টিউলিপ ফুটবে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৪ ১৮:১৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে ​​প্রতিরোধের টিউলিপ ফুটবে।  

সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ জুমার নামাজের খোতবায় ওই মন্তব্য করেন। তিনি বলেন: শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে।

বার্তা সংস্থা মেহরের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেছেন: ইসরাইল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদেরকে থামানোর জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেছেন: সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেবে।

বিশিষ্ট এই আলেম আরও বলেন: এ অঞ্চলে যুদ্ধ-উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ কথা উল্লেখ করে তিনি আরব লীগসহ এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্ডানের উদ্দেশে বলেছেন: ইহুদিবাদী ইসরাইল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে।

সিরিয়ায় ইরানের উপদেষ্টার ভূমিকার কথা উল্লেখ করে জুমার খতিব বলেন: সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির উদ্দেশ্য ছিল পবিত্র মাজার রক্ষা, আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীকে অপসারণ করা এবং এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন: প্রতিরোধ শক্তি এবং ইসলামী ইরান দুর্বল হয় নি। ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে তাদেরকে কঠোরভাবে জবাব দেওয়া হবে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।