পুরো শীতকাল জুড়ে সিরিয়ার অভ্যন্তরে মোতায়েন থাকবে ইসরাইলি বাহিনী
(last modified Sat, 14 Dec 2024 03:39:26 GMT )
ডিসেম্বর ১৪, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • গোলান মালভূমির কথিত বাফার জোন
    গোলান মালভূমির কথিত বাফার জোন

আপাতত সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল জুড়ে অবস্থান করার ‘প্রস্তুতি নেয়ার’ জন্য ইহুদিবাদী সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, জাবাল আশ-শেখ পর্বতসহ যেসব স্থান দখল করা হয়েছে সেসব স্থানে শীতকাল জুড়ে ইসরাইলি সেনাদের অবস্থান করতে হবে।

গত সপ্তাহে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পর জাবাল আশ-শেখ পর্বত দখল করে নেয় ইহুদিবাদী বাহিনী।  কাটজ বলেছেন, তিনি সেনাপ্রধান হার্জি হালেভিসহ অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী বলেন, সিরিয়ার চলমান পরিস্থিতির কারণে শীতের তীব্রতা সত্ত্বেও মাউন্ট হারমনে [জাবাল আশ-শেখ পর্বত] ইসরাইলি সেনাদের উপস্থিতি ধরে রাখা জরুরি।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইলি বাহিনী গোলান মালভূমির কথিত বাফার জোন দখল করে নিয়েছে। ওই অঞ্চল ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে সিরিয়ার বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে।

১৯৭৪ সাল থেকে দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি বজায় রয়েছে লঙ্ঘন করে বাফার জোন দখলে নিয়েছে তেল আবিব। এর পাশাপাশি দামেস্কের দিকে আরো বহুদূর অগ্রসর হয়ে সিরিয়ার কুনেইত্রা প্রদেশেরও বেশ কিছু শহর দখল করেছে ইসরাইল। তারা এসব শহরের অধিবাসীদের তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

দখলদার সেনারা সিরিয়ার জাবাল আশ-শেখ পাহাড়ের চূড়াও দখল করে নিয়েছে। এই চূড়া থেকে সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,২৩২ ফুট উঁচুতে অবস্থিত এই পর্বত শৃঙ্গ ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের সর্বোচ্চ স্থান।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।