সিরিয়ায় শিগগিরই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে: রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/event-i144902-সিরিয়ায়_শিগগিরই_ইরান_দূতাবাসের_কার্যক্রম_আবার_শুরু_হবে_রাষ্ট্রদূত
দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।  তিনি বলেছেন, “আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:০২ Asia/Dhaka
  • সিরিয়ায় শিগগিরই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে: রাষ্ট্রদূত

দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।  তিনি বলেছেন, “আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে।”

রাষ্ট্রদূত রোববার এক সাক্ষাৎকারে আরো বলেন, “নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের দূতাবাস কর্মীদেরকে কয়েকদিনের জন্য লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নিয়েছি। আল্লাহ চাইলে খুব শিগগিরই দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে।”

আকবারি জানান, সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস দামেস্কে প্রবেশ করার আগে অপরিচিত ব্যক্তিরা ইরান দূতাবাস’সহ দামেস্কে ব্যাপক লুটপাট চালায়। তবে দূতাবাসে তখন ‘একটি ডলারও ছিল না’ এবং কোনো ইরানি নাগরিকের কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।

সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, “দামেস্কে বাশার আল-আসাদ সরকারের পতনকে ইসরাইল নিজের জন্য বড় ধরনের বিজয় বলে মনে করছে।” তিনি বলেন, আসাদ সরকারের পতনের পরবর্তী মাত্র ৭২ ঘণ্টা সময়ের মধ্যে সিরিয়ার ৪০০ স্থানে বোমাবর্ষণ করে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার শতকরা ৯০ ভাগ ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী বাহিনী। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৬