২০২৪ সালে রাশিয়ার জন্মহার ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/event-i145254-২০২৪_সালে_রাশিয়ার_জন্মহার_৩০_বছরের_মধ্যে_সর্বনিম্নে_পৌঁছেছে
রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জনসংখ্যা বিশেষজ্ঞ ভাদিম বেজভার্বনি বলেছেন, চলতি বছর রাশিয়ার জন্মহার তিন দশকের মধ্যে সর্বনিম্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি মঙ্গলবার ইউরেশিয়ান নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাত্কারে এই তথ্য তুলে ধরেন। চলমান এই সমস্যা সমাধানের জন্য একটি "পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি" অনুসরণের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • ২০২৪ সালে রাশিয়ার জন্মহার ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে

রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জনসংখ্যা বিশেষজ্ঞ ভাদিম বেজভার্বনি বলেছেন, চলতি বছর রাশিয়ার জন্মহার তিন দশকের মধ্যে সর্বনিম্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি মঙ্গলবার ইউরেশিয়ান নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাত্কারে এই তথ্য তুলে ধরেন। চলমান এই সমস্যা সমাধানের জন্য একটি "পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি" অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন ধারণা উদ্ধৃত করে তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যা ৬২ লাখ কমতে পারে বলে। তিনি বলেন, “আমাদের কাছে জানুয়ারি থেকে অক্টোবরের পরিসংখ্যান আছে। সত্যি বলতে, জন্মহারের কমে যাওয়ার ক্ষেত্রে আমরা রেকর্ড সৃষ্টির কাছাকাছি রয়েছি। এমন সম্ভাবনাও রয়েছে যে, গত ৩০ বছরের মধ্যে চলতি বছরেই সর্বনিম্ন সংখ্যা থাকবে। গত বছরের তুলনায় রাশিয়ায় চলতি বছরে জন্মহার শতকরা ভাগ কমেছে।”

বেজভার্বনি ডেমোগ্রাফিক নীতির ক্ষেত্রে একটি "পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি" অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর আওতায় যাতে তরুণ পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দেয়া যায় তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অন্যান্য সামাজিক সুবিধাগুলোও বাড়ানো দরকার। এই নীতি অনুসরণ করলে রাশিয়া ২১০০ সালের দিকে আবার সাড়ে ১৪ কোটি জনসংখ্যা ফেরত পাবে বলে মত দেন জনসংখ্যাবিদ ভাদিম বেজভার্বনি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন