বর্ষবরণ উৎসব পণ্ড
আমেরিকার নিউ অরলিন্সে গাড়ি চাপায় নিহত ১৫ জন, আহত কমপক্ষে ৩০
নতুন বছরের প্রথম দিনেই আমেরিকার নিউ অরলিন্সে এক অনুষ্ঠানে গাড়ির চাপায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সিএনএন জানিয়েছে, হামলার কাজে ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। এরইমধ্যে সেগুলো নিষ্কিয় করা হয়েছে।
ঘটনাটির তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কি না-এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে, এরইমধ্যে এফবিআই এ ঘটনাকে সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছে।
মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে- সন্দেহভাজন হামলাকারীর কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতাকা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি এবং সিনএনএনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দীন জব্বার, তার বয়স ৪২ বছর। তিনি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা এবং একসময় মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন। হামলার পেছনে তিনি একাই ছিলেন -এমনটি মনে করছে না এফবিআই। লুইজিয়ানার গভর্নর জেফরি ল্যান্ড্রি বলেছেন, যা ঘটেছে তা রীতিমতো ভয়বাহ এবং সহিংসতা।
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।