ইতালি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ইরানি নাগরিক নাজাফাবাদি
(last modified Mon, 13 Jan 2025 04:04:37 GMT )
জানুয়ারি ১৩, ২০২৫ ১০:০৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ আবেদিনি নাজাফাবাদি
    মোহাম্মাদ আবেদিনি নাজাফাবাদি

ইতালিতে ভিত্তিহীন অভিযোগে আটক ইরানি নাগরিক মোহাম্মাদ আবেদিনি নাজাফাবাদি কারাগার থেকে মুক্তি পেয়ে ইরানে ফিরে এসেছেন।

ইরানের বিচার বিভাগের গণমাধ্যম কেন্দ্র জানিয়েছে, ইতালিতে একটি ‘ভুল বোঝাবুঝির’ কারণে নাজাফাবাদিকে আটক করা হয়েছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোর কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের সংশ্লিষ্ট গোয়েন্দা ইউনিটগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে তার অবসান হয়েছে।

ওই কেন্দ্র আরো জানিয়েছে, দুই দেশের গৃহিত পদক্ষেপের মাধ্যমে নাজাফাবাদির মুক্তির পথ প্রশস্ত হয়েছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালিতে দুই ইরানি নাগরিক গ্রেফতার হন। মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার কাজে ব্যবহৃত ড্রোনকে সুসজ্জিত করার কাজে তারা জড়িত ছিলেন বলে দুই দেশে অভিযোগ আনা হয়।

পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত রিপোর্টে জানা গেছে, টাওয়ার-২২ নামে জর্দানে অবস্থিত একটি মার্কিন সেনা ছাউনিতে ২০২৪ সালের ২৮ জানুয়ারি ড্রোন হামলা চালিয়েছিল ইরাকি একটি সশস্ত্র গ্রুপ। যুক্তরাষ্ট্র ও ইতালিতে ইরানি নাগরিকদের গ্রেফতারের সঙ্গে ওই হামলার যোগসূত্র থাকার দাবি করা হয়েছে। 

নাজাফাবাদিকে ইতালিতে আটকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে মাহদি মোহাম্মাদ সাদেকি নামক যে ইরানি নাগরিককে আটক করা হয় তিনি একটি মার্কিন কোম্পানিতে কর্মরত ছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, নাজাফাবাদি মুক্ত হয়ে ইরানে ফিরে এসেছেন। তিনি বলেন, ইরান বিদেশে নিজ নাগরিকদের অধিকার রক্ষা করার কোনো প্রচেষ্টা বাদ রাখবে না।

ইরানে আটক ইতালির সাংবাদিক সেসিলিয়া সালা মুক্তি পেয়ে রোম ফিরে যাওয়ার চারদিন পর ইতালিতে আটক ইরানি নাগরিক নাজাফাবাদি মুক্তি পেলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গত বুধবার বলেছিলেন, কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলে তেহরানের সঙ্গে ব্যাপকভিত্তিক কাজ করার পর সালা মুক্তি পেয়েছেন।#

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৩