ইসরাইলি গণহত্যা চলছেই
গাজায় যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে, একদিনে ৮৭ জন শহীদ
-
গাজায় ইসরাইলি গণহত্যা চলছেই
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বর হামলায় অন্তত ৮৭ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু সংখ্যক আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ২১টি শিশু এবং ২৫ জন নারী রয়েছেন।
আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। তার আগে ইসরাইল গাজায় আগ্রাসন জোরদার করেছে এবং দৃশ্যত তারা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেষ মুহূর্তে ইসরাইল যত বেশি সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করতে পারে তারই চেষ্টা চালাচ্ছে। অথচ যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর ফিলিস্তিনিদের ভেতরে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছিল এবং তারা রাস্তায় নেমে আনন্দ উদযাপন শুরু করে।
গতকাল ইসরাইল যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে গত এক সপ্তাহের ভেতরে একদিনে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলের আগ্রাসনে ৮৭ জন শহীদ এবং ১৮৮ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭