সহিংস ইসরাইলিদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i146202-সহিংস_ইসরাইলিদের_ওপর_থেকে_ভিসা_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বিশেষ নির্বাহী আদেশে ইহুদিবাদী ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২৫ ১২:২০ Asia/Dhaka
  • সহিংস ইসরাইলিদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বিশেষ নির্বাহী আদেশে ইহুদিবাদী ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। 

গত বছর জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরের অধিবাসীদের ওপর সহিংস হামলার জন্য উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরাইলে যেসব বসতি স্থাপনকারী পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর সহিংস হামলা চালাবে তাদেরকে ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাইডেন প্রশাসন। 

জো বাইডেনের এই নির্বাহী আদেশের ফলে ১৭ জন উগ্রবাদী ইসরাইলি এবং ১৬টি প্রতিষ্ঠানকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধু তাই নয়, আমেরিকার যেকোন সম্পত্তি বা অর্থ ব্যবস্থাপনায় তাদের প্রবেশাধিকার বন্ধ করা হয়।

ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।