আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ'র প্রতিক্রিয়া
-
নাসরুদ্দিন আমের
আজ (বৃহস্পতিবার) সকালে হোয়াইট হাউজের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।
আল-আলমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন: আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, তেমনিভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হবে।
তিনি আরও বলেন: আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখত, সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক।
নাসরুদ্দিন আমের আরও বলেন: এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের।
আনসারুল্লাহর মিডিয়া সংস্থার এই কর্মকর্তা আরও বলেন: আমেরিকায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের কোনও বিনিয়োগ নেই, কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও কোম্পানি নেই এবং এই আন্দোলনের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণও করেন না।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।