সিনওয়ার হত্যায় জড়িত ইসরাইলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ করল হামাস
https://parstoday.ir/bn/news/event-i146294
গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত দু’জন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৫ ১১:০৮ Asia/Dhaka
  • শহীদ ইয়াহিয়া সিনওয়ার
    শহীদ ইয়াহিয়া সিনওয়ার

গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত দু’জন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়।

শুক্রবার ‘ডেথ অ্যাম্বুশ সিরিজ’ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত ৬ জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরো কয়েকজন দখলদার সেনা নিহত হয়।

ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভির জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে  এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় রাভে অংশ নিয়েছিল।

উত্তর গাজায় গত এক মাসে আল-কাসসাম ব্রিগেডের ব্যাপক হামলায় পর্যুদস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী। এ কারণে শেষ পর্যন্ত তারা গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়।

ভিডিওটিতে বলা হয়, বেইত হানুনের ওই হামলায় আরো বেশ কিছু দখলদার সেনা আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, বেইত হানুনের জয়তুন এলাকায় একটি ইসরাইলি পদাতিক বাহিনীর বিরুদ্ধে একই ধরনের আরেকটি হামলা চালানো হয় যাতে আরো বেশ কিছু ইহুদিবাদী সেনা হতাহত হয়।

ওই হামলায় নিজের নাহাল ব্রিগেডের ডেপুটি কমান্ডারসহ পাঁচ সেনার নিহত হওয়ার এবং আরো নয় দখলদার সেনার আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

এদিকে হামাস ও তার আঞ্চলিক মিত্র প্রতিরোধ সংগঠনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরাইল যদি আবার গাজায় পাশবিক গণহত্যা শুরু করে তাহলে তারা অতীতের মতো উপযুক্ত জবাব দেবে।#

 পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।