মানহানির মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিচার শুরু
https://parstoday.ir/bn/news/event-i146664-মানহানির_মামলায়_বরখাস্ত_সহকারী_কমিশনার_তাপসী_তাবাসসুমের_বিচার_শুরু
বাংলাদেশে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৬:৪৪ Asia/Dhaka
  • মানহানির মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিচার শুরু

বাংলাদেশে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছিল আসামিপক্ষ। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী। তাপসীর বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে গত বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন নেন তাপসী।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী ফেসবুক একটি পোস্ট দেন। গত ৫ অক্টোবর তিনি ফেসবুকে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার।' এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এ ঘটনার পর গত ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তার দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।#

পার্সটুডে/জিএআর/৪