হামাসের হুঁশিয়ারি
গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্বল যুদ্ধবিরতি "ভেঙে যাওয়ার ঝুঁকিতে" রয়েছে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাঈম। প্রায় তিন সপ্তাহ আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়। হামাস বলছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ইসরাইলকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে ওয়াশিংটন নিজেই এই যুদ্ধের একটি পক্ষে পরিণত হয়েছিল।
গাজা যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। প্রথম ধাপে ইসরাইল ১,৯০৪ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, বিনিময়ে হামাস মুক্তি দেবে ৩৩ জন জিম্মিকে। চুক্তির আওতায় গতকাল (শনিবার) ইসরাইলি কারাগারে বন্দী ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে, অন্যদিকে হামাসের হাত থেকে মুক্তি পেয়েছে তিনজন ইসরাইলি বন্দী।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সতর্ক করে বলেন, তার সংগঠন যুদ্ধে ফিরে যেতে চায় না, তবে ইসরাইলের পদক্ষেপ যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে। তিনি বলেন, "যুদ্ধে ফিরে যাওয়া অবশ্যই আমাদের ইচ্ছা বা আমাদের সিদ্ধান্ত নয়। কিন্তু, চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইলের পক্ষ থেকে দীর্ঘসূত্রতা এবং প্রতিশ্রুতির অভাব রয়েছে, ইসরাইলের এই অবস্থান অবশ্যই চুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ফলে এ চুক্তি ভেঙে যেতে পারে।"
বাসেম নাইম ইসরাইলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোকে আহ্বান জানান। তিনি বলেন, "আমরা সমস্ত আরব দেশকে, যারা বর্তমানে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে ঝুঁকছে এবং যারা স্বাভাবিকীকরণের কথা ভাবছে, তাদের এই পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯