হাসিনাকে ফেরতের বিষয়টি নানা অজুহাতে নাকচ করার চেষ্টা করবে ভারত: আইন উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i146936-হাসিনাকে_ফেরতের_বিষয়টি_নানা_অজুহাতে_নাকচ_করার_চেষ্টা_করবে_ভারত_আইন_উপদেষ্টা
বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন ভারতের যে মনোভঙ্গি, এটি দেখে মনে হচ্ছে, তারা নানা অজুহাতে এটিকে (শেখ হাসিনাকে ফেরত) নাকচ করার চেষ্টা করবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ২০:৪৮ Asia/Dhaka
  • অধ্যাপক আসিফ নজরুল
    অধ্যাপক আসিফ নজরুল

বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন ভারতের যে মনোভঙ্গি, এটি দেখে মনে হচ্ছে, তারা নানা অজুহাতে এটিকে (শেখ হাসিনাকে ফেরত) নাকচ করার চেষ্টা করবে।

আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল এ কথা বলেন। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বলা হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এই আইনে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন) পলাতকদের বিচারের বিধান রয়েছে। সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে, তারা নানান অজুহাতে এটিকে নাকচ করার চেষ্টা করবে।’

তারা (ভারত) শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাঁকে অবাধে বাংলাদেশ সম্পর্কে কুৎসামূলক, উসকানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বরং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল। ‘তাতে আমাদের মনে হয় না এই আইনটি (চুক্তি) সরল বিশ্বাসে প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকব।’

সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজের অগ্রগতি তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিন-চারটি মামলার রায় পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।#

পার্সটুডে/এমএআর/১১