ইরানি অভিবাসীদের প্রতি মার্কিন সরকারের আচরণ সম্পূর্ণ অন্যায় ও অমানবিক: বাকায়ি
https://parstoday.ir/bn/news/event-i147048-ইরানি_অভিবাসীদের_প্রতি_মার্কিন_সরকারের_আচরণ_সম্পূর্ণ_অন্যায়_ও_অমানবিক_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানি নাগরিকসহ অভিবাসীদের সঙ্গে মার্কিন সরকারের অবমাননাকর আচরণ অযৌক্তিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১৬:২২ Asia/Dhaka
  • ইরানি অভিবাসীদের প্রতি মার্কিন সরকারের আচরণ সম্পূর্ণ অন্যায় ও অমানবিক: বাকায়ি
    ইরানি অভিবাসীদের প্রতি মার্কিন সরকারের আচরণ সম্পূর্ণ অন্যায় ও অমানবিক: বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানি নাগরিকসহ অভিবাসীদের সঙ্গে মার্কিন সরকারের অবমাননাকর আচরণ অযৌক্তিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি ওই আচরণকে মানবাধিকারের পরিপন্থী বলেও অভিহিত করেছেন। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসমাইল বাকায়ি অভিবাসীদের সাথে আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন: ইরানি নাগরিকদের সাথে কঠোর ও অমানবিক আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাকায়ি জোর দিয়ে বলেন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের অধিকার রক্ষায় আইনানুগ সকল প্রচেষ্টা চালিয়ে যেতে বিন্দুমাত্র অবহেলা করবে না। তারই অংশ হিসেবে ওয়াশিংটনে ইরানি স্বার্থ সুরক্ষা কার্যালয় এবং দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইরানি কূটনৈতিক ও কনস্যুলার মিশনগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিশিষ্ট এই কূটনীতিক। তিনি আরও জানান: আমেরিকা থেকে বহিষ্কৃত ইরানিদেরকে যে-কোনো প্রকার সহায়তা দেওয়ার জন্য যথাযথ নির্দেশনা জারি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: ইরান সকল ইরানিদের মাতৃভূমি। কাজেই আমাদের নাগরিকরা স্বাধীনভাবে তাদের মাতৃভূমিতে আসা-যাওয়া করতে পারে।

বাকায়ি বলেন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি সহজতর করতে এবং এ বিষয়ক যে-কোনো সমস্যা সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।