ইসরাইলকে এনপিটি চুক্তি সই করতে বাধ্য করুন: আন্তর্জাতিক সমাজকে ইরান
https://parstoday.ir/bn/news/event-i147398
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করতে বাধ্য করা। একই সঙ্গে ইসরাইলের সকল পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারিতে নিয়ে আসতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ০৯:৪১ Asia/Dhaka
  • ইসরাইলকে এনপিটি চুক্তি সই করতে বাধ্য করুন: আন্তর্জাতিক সমাজকে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করতে বাধ্য করা। একই সঙ্গে ইসরাইলের সকল পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারিতে নিয়ে আসতে হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল (সোমবার) জাতিসংঘের পরমাণু নিরস্ত্রিকরণ বিষয়ক সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেন আরাকচি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের কাছে থাকা পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র শুধু পশ্চিম এশিয়া অঞ্চল নয় বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল পশ্চিম এশিয়াকে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং অন্য দেশগুলোকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে। তিনি এক্ষেত্রে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণকে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করার ইসরাইলি হুমকির কথা তুলে ধরেন।

ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। পশ্চিম এশিয়া অঞ্চলে একমাত্র তেল আবিবের কাছেই এই অপ্রচলিত যুদ্ধাস্ত্রটি রয়েছে। ইসরাইলি কর্মকর্তারা তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ কখনও অস্বীকার করেনি।

সেইসঙ্গে ইহুদিবাদী সরকার তার পরমাণু স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদেরও প্রবেশ করার অনুমতি দেয়নি এবং এনপিটিতেও স্বাক্ষর করেনি।

আরাকচি বলেন, একবিংশ শতাব্দির সবচেয়ে ভয়ঙ্কর আগ্রাসন, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ ইসরাইলের হাতে সম্পন্ন হয়েছে।  গাজা উপত্যকায় ইসরাইল গত ১৫ মাসে যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে তা মেনে নেয়া সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।