ইরানের শত্রুরা এখনো 'গুরুতর' আঘাত পায়নি
https://parstoday.ir/bn/news/event-i147486-ইরানের_শত্রুরা_এখনো_'গুরুতর'_আঘাত_পায়নি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো "গুরুতর" আঘাত পায়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০৮ Asia/Dhaka
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি
    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো "গুরুতর" আঘাত পায়নি।

জেনারেল সালামি (বুধবার) মারকাজি প্রদেশে পায়ম্বার--'জম বা মহানবী ()-১৯ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশে ভাষণ দেয়ার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারেতিনি আরো বলেন, গত বছর দখলদার ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-১ এবং ২ এর মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত

আইআরজিসি প্রধান বলেন, ইরান একক এবং শক্তিশালী আত্মা এবং বিশ্বকে নাড়া দিতে পারে। ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নিট্রু প্রমিজ অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা

জেনারেল সালামি জোর দিয়ে বলেন, "যদি শত্রুরা ইরানের ৪৬ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে।"#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।