বাকি পণবন্দিদের মুক্ত করতে চাইলে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করতে হবে
https://parstoday.ir/bn/news/event-i147648
গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার ইসরাইলি হুমকির তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, গাজা থেকে অবশিষ্ট ইসরাইলি পণবন্দিদের উদ্ধার করার একমাত্র উপায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ০৯:১৮ Asia/Dhaka
  • বাকি পণবন্দিদের মুক্ত করতে চাইলে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করতে হবে

গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার ইসরাইলি হুমকির তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, গাজা থেকে অবশিষ্ট ইসরাইলি পণবন্দিদের উদ্ধার করার একমাত্র উপায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করা।

হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সোমবার বলেছেন, অবশিষ্ট পণবন্দিদের মুক্ত করে নিতে চাইলে তেল আবিবকে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের ব্যাপারে আলোচনায় বসতে হবে এবং যুদ্ধবিরতির সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে। 

হামদান আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি ভণ্ডুল করে সবকিছুকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চায়। এজন্য তারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে ‘প্রথম পর্যায়ের মেয়াদ বৃদ্ধি’ অথবা ‘অন্তর্বর্তী পর্যায়’ নামক একটি বিকল্প ধাপ সৃষ্টি করতে চায়।  এসব করে কোনো লাভ হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লেবানন প্রবাসী হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধবিরতি চুক্তির অচলাবস্থার সব দায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিতে হবে। তিনি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আবার আগ্রাসন শুরু করতে চান।

গাজায় গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ৪২ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম পর্যায় ১ মার্চ শেষ হয়েছে। কিন্তু তিন পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় ইসরাইলের গড়িমসির কারণে এখনও শুরু করা সম্ভব হয়নি। এরইমধ্যে ইহুদিবাদী ইসরাইল গাজা অভিমুখী সকল ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে। মিশরের রাফাহ ক্রসিংয়ে ত্রাণবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এছাড়া, ইসরাইলি যুদ্ধবিমানগুলো মাঝেমধ্যেই গাজার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।