যুদ্ধবিরতির আলোচনা পণবন্দিদের জীবন বাঁচানোর একমাত্র উপায়: হামাস
https://parstoday.ir/bn/news/event-i147918-যুদ্ধবিরতির_আলোচনা_পণবন্দিদের_জীবন_বাঁচানোর_একমাত্র_উপায়_হামাস
গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে ‘নিরর্থক’ আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় আটক নিজের পণবন্দিদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১১, ২০২৫ ১৪:৪০ Asia/Dhaka
  • যুদ্ধবিরতির আলোচনা পণবন্দিদের জীবন বাঁচানোর একমাত্র উপায়: হামাস

গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে ‘নিরর্থক’ আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় আটক নিজের পণবন্দিদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়।

হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দিদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে।

গাজা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়। কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

এর আগে সোমবারই হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের পক্ষ থেকে কী জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন।

তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনর ওপর জোর দেয়া হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।