ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে
https://parstoday.ir/bn/news/event-i148108-ইয়েমেনের_বিরুদ্ধে_মার্কিন_আগ্রাসন_কঠোর_প্রতিরোধের_মুখে_পড়বে
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমেরিকার বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২৫ ১১:২৪ Asia/Dhaka
  • ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমেরিকার বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুথি নেতা এক ভাষণে এই মন্তব্য করেন। মার্কিন হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হন।

আব্দুল মালিক আল-হুথি বলেন, আমরা মার্কিন এবং ইসরইলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং এটি তার লক্ষ্য অর্জন করবে না। 

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না, কারণ এটি একটি মৌলিক অবস্থান। তিনি বলেন, মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরো উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবিলা করব। 

আব্দুল মালিক আল-হুথি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে যা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিকনির্দেশনা।

এর আগে, শনিবার রাতে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানীসানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগ্রাসন চালায়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭